136 বার পঠিত
বানারীপাড়া প্রতিনিধি>সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত উপজেলা মিলনায়তনে “দক্ষ যুব সমাজের দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে বানারীপাড়ায় জাতীয় যুব দিবস-২০২১ পালন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা। স্বাগত বক্তৃতা করেন যুব উন্নয়ন কর্মকর্তা শাহানাজ আক্তার।
আলোচনায় অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, মোঃ নুরুল হুদা তালুকদার, শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম তালুকদার, প্রাণী সম্পদ সার্জন মোনামী রহমান, সমবায় কর্মকর্তা আফসানা শাখী, পৌর ছাত্রলীগ সভাপতি সুমন দেবনাথ প্রমূখ।
সভায় স্বাধীনতার সুর্বণ জয়ন্তীতে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থানকারী রুবিনা আক্তারকে ক্রেস্ট প্রদান করা হয়। পরে ১৪ জন যুবদের মধ্যে ৫ লাখ ৭০ হাজার টাকা চেক প্রদান সহ প্রশিক্ষণে অংশ গ্রহণকারীদের মধ্যে সনদ প্রদান করা হয়।