159 বার পঠিত
ত্রিশাল প্রতিনিধি>ময়মনসিংহের ত্রিশালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অভিযোগে ১১ মামলায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।শনিবার দুপুরে উপজেলার সহকারী কমিশনার(ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এর নেতৃত্বে উপজেলার পৌরশহরের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সয়াবিনসহ ভোজ্যতেল বিক্রয়ে অনিয়ম, ক্রয়ের রশিদ প্রদর্শনে ব্যার্থতা, অতিরিক্ত মুনাফা ইত্যাদি কারণে ৭ টি মামলায় এবং মাদানি সিএনজি পাম্প থেকে ত্রিশাল বালিপাড়া মোড় পর্যন্ত অবৈধভাবে পার্কিং এর জন্য বাস এবং সিএনজি ড্রাইভারদের ৪ টি মামলায় এ অর্থদণ্ড প্রদান করা হয়
অভিযানে নেতৃত্বদানকারী উপজেলার সহকারী কমিশনার(ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান,
ভোক্তা অধিকার নিশ্চিতে এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ত্রিশাল থানা পুলিশ এ অভিযানে সহযোগিতা করে।