123 বার পঠিত
জবি প্রতিনিধি>নবনির্বাচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছে। শ্রদ্ধা নিবেদনের মধ্যে নতুন কমিটির কার্যক্রম শুরু হয়েছে।রোববার (২১ নভেম্বর) ধানমন্ডি-৩২ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
এসময় উপস্থিত ছিলেন, নতুন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান, সহ-সভাপতি অধ্যাপক ড. মোঃ ছিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মান্নান এবং যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম সহ কমিটির অন্যান্য নেতা এবং সাংবাদিকবৃন্দ।
ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে শিক্ষক নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যোরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে নবনির্বাচিত সভাপতি ড. মো. আবুল হোসেন বলেন, আমাদের নীলদলের বিজয়ে আমরা খুবই আনন্দিত। আমরা শিক্ষকদের অধিকার নিয়ে কাজ করব এবং ছাত্র শিক্ষকদের অধিকার রক্ষার্থে সকল ধরনের কার্যকরী পদক্ষেপ নিব।
এছাড়াও শ্রদ্ধা নিবেদনের সময় সদস্য অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ, অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খান, সহযোগী অধ্যাপক ড. এ. এম. এম. গোলাম আদম, সহকারী অধ্যাপক শামীমা আক্তার, সহকারী অধ্যাপক ফরহাদ আহমেদ, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাদের, অধ্যাপক ড . মো. রেজাউল করিম, সহযোগী অধ্যাপক ড. মুসাররাত শামীম, সহযোগী অধ্যাপক ড. মো. মিরাজ হোসেন, সহযোগী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম উপস্থিত।
উল্লেখ্য যে, ৮ নভেম্বর (সোমবার) ভোটের মাধ্যমে নির্বাচিত হয় নীলদলের একাংশ ড. মো. আবুল হোসেন প্যানেল। তারপর ১৮ই নভেম্বর সাবেক কমিটির কাছ দায়িত্বভার গ্রহণ করে নির্বাচিত কমিটি৷