চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি>চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছেলের সড়ক দুর্ঘটনার খবরে সেফালি বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুরে এ ঘটনা ঘটে। এর আগে উপজেলার কানসাট ধোবপুকুর এলাকার ট্রাক-টক্টর মুখোমুখি সংঘর্ষে সেফালির ছেলে টাক্টর চালক সুমনসহ তিনজন আহত হন।
স্থানীয়দের দেয়া খবরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদেরকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
আহত সুমন জানান, সোনামসজিদ থেকে মাটি বোঝাই টাক্টর নিয়ে কানসাটের দিকে যাচ্ছিলাম।এসময় কানসাটের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ খবর শুনে আমার মা সেফালি বেগম হার্ট অ্যাটাক করে মারা গেছেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ বিষয়টি নিশ্চত করেছেন। তিনি বলেন, কানসাট ধোবপুকুর এলাকার ট্রাক-টাক্টর সংঘর্ষে টাক্টর চালক সুমনসহ তিনজন আহত হয়েছেন। আর এ খবর শুনে সুমনের মা হার্ট অ্যটাক করে মারা গেছেন।