138 বার পঠিত
ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে ইজিবাইক চালক সোবহান খলিফা (৬০) কে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ। বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে নলছিটি থানা পুলিশের উপ-পরিদর্শক মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলো মিন্টু(৫২),রুবেল হাওলাদার (৩৫) ও জসিম (৩৮)। নিহত সোবহান খলিফা নলছিটি উপজেলার তিমিরকাঠি এলাকার মৃত রশিদ খলিফার ছেলে।
মামলার তদন্তকারি কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের বাকেরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শ্বশুর বাড়ি থেকে মিন্টুকে গ্রেফতার করা হয়। তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে বরিশাল বন্দর থানা থেকে রুবেল ও জসিম কে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, আটককৃতরা মূলত একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। অভিযানকালে তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এই চক্রের সদস্যরা উক্ত প্রাইভেটকারটি ব্যবহার করে তারা বিভিন্ন স্থানে ছিনতাই করতো।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, ইজিবাইক ছিনতাই ঘটনায় তিন জনকে গ্রেফতার করে দুপুরেই আদালতে সোপর্দ করা হয়েছে।