150 বার পঠিত
চাটখিল প্রতিনিধি>
আজ ১০ এপ্রিল রবিবার চাটখিল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানবীর মরহুম এ কে এম হাসানুজ্জামান ভূঁইয়া সাবমিয়া এর ১ম মৃত্যুবার্ষিকীতে উনার পরিবারের পক্ষ থেকে নোয়াখালী জেলার চাটখিল বাজারে এবং ছয়ানী টবগা গ্রামে একশত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়।
ইফতার সামগ্রীর প্রতি পেকেটে রয়েছে, চাল, বুট, তৈল, পেয়াজ, মুড়ি, আলু, খেজুর, বিস্কুট, রসুন, লবন ইত্যাদি।
চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদ, চাটখিল কামিল মাদ্রাসা, চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার জামে মসজিদ, চাটখিল কাঁচা বাজার জামে মসজিদ, চাটখিল সোনালী ব্যাংক জামে মসজিদ, শাহ নেয়ামত পুর জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিম খানায় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
উল্লেখ্য, মরহুম হাছানুজ্জামান ভূঁইয়া সাবমিয়া চাটখিল বাজার বণিক সমিতির নির্বাচনে আহবায়ক এর দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি চাটখিল কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানের প্রতিষ্ঠাতা সেক্রেটারি এবং চাটখিল কাঁচা বাজার জামে মসজিদের সেক্রেটারি হিসাবে আমৃত্যু দায়িত্ব পালন করেন। উনার দায়িত্বপালন কালীন সময়ে তিনি মসজিদ টি পুনঃর্নির্মাণ করেন।