155 বার পঠিত
মনির হোসেন চাটখিল>
মানবতার আলোর দিশারি খ্যাত যুক্তরাষ্ট্র প্রবাসী পরান চৌধুরীর পরিচালিত ইউএস চ্যারিটি ফর বাংলাদেশ রমজানের বিশেষ আয়োজন।
চাটখিলে বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন ইউএস চ্যারিটি ফর বাংলাদেশ এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজের অবহেলিত ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলা সিংবাহুড়া গ্রামে সোমবার ৪ই এপ্রিল ইউএস চ্যারিটি ফর বাংলাদেশ এর কার্যালয় থেকে হতদরিদ্র ও বিধবা ১২০ টি পরিবারের মাঝে এক মাসের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
যুক্তরাষ্ট্র প্রবাসী পরান চৌধুরীর পরিচালিত সংগঠন ইউএসএ থেকে পরিচালনা করে আসছেন। তিনি বাংলাদেশের বিভিন্ন জেলায় সামাজিক, হতদরিদ্র, সুবিধা বঞ্চিত, মসজিদ, মাদ্রাসা,এতিমখানা ও গরীব মেয়েদের বিয়েতে আর্থিক অনুদান সহ মানবতার কল্যানে বিভিন্ন সেবা দিয়ে থাকেন।
ইফতার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন সমাজসেবক ও সংগঠন এর চেয়ারম্যান পরান চৌধুরীর পিতা আলহাজ্ব মজিবুল হক চৌধুরী। মোঃ ইমাম হোসেন ইমন, মোঃ রাসেল প্রমূখ।