145 বার পঠিত
চট্টগ্রাম সদরে ত্রিমুখী সংঘর্ষে পুলিশ কনস্টেবলসহ তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। নগরীর খুলশীতে ডেমু ট্রেন, বাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এই মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
শনিবার বেলা ১১টার দিকে খুলশী থানার ঝাউতলা এলাকায় রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবলের নাম মো. মনির। তবে এখনো বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
খুলশী থানার ওসি মো. শাহীনুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসাপাতালে ভর্তি করা হয়েছে।