92 বার পঠিত
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মার্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালন করেছে উপজেলা প্রশাসন।
রবিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃমহিউদ্দিন আল হেলাল এঁর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মু.সাহিন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) সর্দার মু.শাহআলম, সহকারী কমিশনার ভূমি নাসিম রেজা, উপজেলা প্রকৌশলী মো.জাহাঙ্গীর আলম,অফিসার ইনচার্জ ফেরদৌস আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বজল দাস,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.আকরামুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সানু ঢালী ও প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিল্টন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।