96 বার পঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি>দ্বাদশ সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে প্রতিদ্বন্দীতা করছেন সাত প্রার্থী । আওয়ামী লীগ মনোনীত প্রার্থী,স্বতন্ত্র প্রার্থী ছাড়াও বিভিন্ন দলের ৫ প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ ও জমা দিয়েছেন ।
বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জেলা প্রশাসকের কার্যালয়ে ৬ প্রার্থী রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান কাছে মনোনয়নপত্র দাখিল করেন। সকালে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মিথিলা রোজায়া,তৃণমূল বিএনপির প্রার্থী উশ্যেপ্রু মারমা, জাকের পার্টির মোহাম্মদ হোসেন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপ) ’র প্রার্থী মোস্তাফা, বাংলাদেশ কংগ্রেস এর মনোনীত প্রার্থী হাবীবুর রহমান ।
এছাড়া একই দিনে মনোনয়ন জমা দেন স্বতন্ত্র প্রার্থী আ’লীগ নেতা সমীর দত্ত চাকমা। এর আগে বুধবার রিটার্নিং কর্মকর্তা বরাবর মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
তবে নির্বাচনে বিএনপির সাবেক ও বর্তমান কোন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেনি।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো.সহিদুজ্জামান বলেন,‘ মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছে। ’