407 বার পঠিত
মাদারীপুর জেলার ডাসার উপজেলার ঐতিহ্যবাহী বীরমোহন উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রধান করা হয়।
আজ শনিবার সকালে বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বীরমোহন উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাইদ আহম্মেদ এর সভাপতিত্বেউক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাদারীপুর-৩ আসনেন নবনির্বাচিত সংসদ সদস্য মোসাঃতাহমিনা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ, আফরোজ,প্রফেসর ডা.কৃষ্ণ চন্দ্র গাঙ্গুলী,(অবসরপ্রাপ্ত) বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ, মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল ঢাকা, কালকিনি উপজেলা আ.লীগির সাধারন সম্পাদক তৌফিকুজ্জান শাহিন,সাধারণ সম্পাদক, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস,এম শফিকুল ইসলাম,ডাসার উপজেলা আ.লীগের যুগ্ন আহবায়ক কাজী মাহমুদুল হাসান দোদুল, বীর মুক্তিযোদ্ধা ও যুগ্ন আহবায়ক আবুল কাশেম হাওলাদার, কালকিনি উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল রহমান সোহেল তালুকদার,সোহেল রানা মিঠু, বীরমোহন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সমির চন্দ্র সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ রহিম ফকির,প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বীরমোহন উচ্চ বিদ্যালয়।