137 বার পঠিত
বিরামপুর প্রতিনিধি>বিরামপুর উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ১১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ সার ও বীজ বিতরণ করা হয়েছে।(৯ নভেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলা পরিষদ চত্তরে এ সার ও বীজ বিতরণ করা হয়।
বিরামপুর উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল জানান, উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণের মধ্যে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি হারে এমওপি বিতরণ করা হয়।