1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
কুয়াকাটার উত্তল সমুদ্র সৈকত উপভোগ করছেন পর্যটক - দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যেগে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন।  বাগেরহাটের মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন  অভিযোজন প্রকল্পের অবহিতকরণ আজ ৭ই জুন,ঐতিহাসিক ৬ দফা দিবস। বরিশাল সিটি নির্বাচনে ভোটারদের মাঝে উৎকন্ঠা; ভোট যুদ্ধে হবে হাড্ডাহাড্ডি লড়াই। বানিয়াচং বড় বোনের জন্ম নিবন্ধন দিয়ে ছোট বোনের বিয়ে এবারের বাজেট সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট: কাদের এবার মধ্যবিত্তরা তছনছ হবে খরচের ধাক্কায় ভোলায় তাবলিগ জামায়াতে আসা ১৫ জন মুসল্লিকে নেশাদ্রব্য খাইয়ে টাকা-পয়সা লুট ভারতে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে প্রতিবন্ধী পরিবারে সন্ত্রাসী হামলা, স্বর্ণালঙ্কার লুট ২ প্রতিবন্ধী সহ আহত ৫

কুয়াকাটার উত্তল সমুদ্র সৈকত উপভোগ করছেন পর্যটক

জাহিদুল ইসলাম জাহিদ
  • প্রকাশ বুধবার, ১০ আগস্ট, ২০২২

 105 বার পঠিত


কুয়াকাটা- (পটুয়াখালী) প্রতিনিধি>

বৈরী আবহাওয়ার মধ্যেও বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র  কুয়াকাটায় বেশ পর্যটকের ভিড় লক্ষ্য করা যাচ্ছে,বঙ্গোপসাগর উত্তাল হওয়ার কারনে বড় বড় ঢেউ আছড়ে এসে পড়ছে সৈকতে। তবে পর্যটকদের সতর্কতায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ।
এছাড়াও সবাইকে সতর্ক করে সৈকতের বিভিন্ন পয়েন্টে টানানো হয়েছে লাল পতাকা।

মূলত সমুদ্র সৈকত বছরের শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এই তিন মাস প্রচন্ড উত্তল থাকে। এতে যেমন ভয়ঙ্কর রূপে থাকে সমুদ্র সৈকত তেমনি বড় বড় ঢেউ আপনাকে মুগ্ধ করবে।

খুলনা থেকে আসা পর্যটক শরিফুল ইসলাম বলেন, সাগরের ঢেউ বড় হয়েছে তাতে সমস্যা নেই। আমরা এখানে বন্ধুরা মিলে আনন্দ করতে এসেছি,

ঢাকা থেকে আসা সানজিদা রেশা বলেন, করোনার কারণে দুবছর পর কুয়াকাটা এলাম আমি আর আমার পরিবার। তবে আমরা এবার পদ্মা সেতু হয়ে কুয়াকাটা এসেই মেঘলাচ্ছন্ন আকাশ আর বৃষ্টি,এদিকে সাগর উত্তাল। এর পরও সাগরে নেমে গোসল করেছি। এ এক অন্যরকম অনুভূতি।

হোটেল সী ভিউ ইন্টারন্যাশনাল মোটেল লিমিটেডের ম্যানেজার সুলাইমান হোসেন জানান, বৈরী আবহাওয়া আমার হোটেল বুকিং রয়েছে এবং অনেক পর্যটকের সারা পাইতেছি।

কুয়াকাটা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) রুমান ইমতিয়াজ তুষার জানালেন, সাগর উত্তাল থাকার পরও অনেক পর্যটক রয়েছেন কুয়াকাটা। আমরা এসব পর্যটকদের সেবা দেওয়ার চেষ্টা করছি সব সময়। পদ্মা সেতু চালু হওয়ার পর কুয়াকাটা সৈকতে প্রতিদিনই পর্যটকের মিলন মেলা থাকে তাই আমরা চাই এভাবে পর্যটকরা আসতে থাকুক কুয়াকাটার।

কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোন পুলিশ পরিদর্শক, হাসনাইন পারভেজ বলেন, আমরা পর্যটকদের সতর্ক করছি, বারবার মাইকিং করছি ,কিন্তু তারা কেউ থামছে না। বৈরী আবহাওয়া উত্তল সমুদ্র সৈকত তার মধ্যে অসংখ্য পর্যটক উপস্থিত কুয়াকাটায়। মেতে উঠছে সমুদ্রের সাথে আমরা পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে পর্যটকদের নজরে রাখছি, যাতে করে তারা বিপদের সম্মুখীন না হয়।


দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park