112 বার পঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি>নীলফামারীর কিশোরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু,উপজেলা আ’লীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল,উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান,অতিরিক্ত কৃষি অফিসার তুষার কান্তি রায়,মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নুরুল আমিন শাহ,কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায়সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা প্রমুখ।