133 বার পঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি> গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাতে আবারো বেড়েছে শীতের দাপট। সকালে দেখা মিলছে না সূর্যের।এ সময় ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে প্রকৃতি।
তবু গ্রাম-বাংলার কর্মজীবী মানুষ সাত সকালে কর্ম ব্যস্ত হয়ে পড়েন।শীতের জবুথবুতে এমন হিমেল হওয়া আর ঘনকুয়াশামাখা সকালে তিননারী গো-খাদ্যের সন্ধানে নেমেছেন জলাশয়ে।
বৃহস্পতিবার ছবিটি চিত্র ধারণ করা হয়েছে,নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউপি’র বাফলার বিল থেকে।