208 বার পঠিত
নীলফামারীর কিশোরগঞ্জে রোববার গভীর রাতে চাড়ালকাটা নদীর বালু পাচারের সময় দুই বালু কারবারির ১লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ইউএনও এমএম আশিক রেজা পুটিমারী ইউনিয়নের কালিকাপুর ও বাহাগিলি ইউনিয়নের ডাঙ্গারহাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের ৫০ হাজার করে টাকা জরিমানা করেন।
দন্ডিতরা হলেন, রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকোরচালি গ্রামের বাবলু মিয়ার ছেলে মনির উদ্দিন ও নীলফামারী সদর উপজেলার কচুকাটা গ্রামের সহিদার রহমানের ছেলে মাহমুদ হাসান।
ভেকু মেশিন দিয়ে জ্যামট্রাক ও ট্রলিতে করে রাতে ওই নদীর বালু পাচারের দায়ে তাদের জরিমানার বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের পেশকার আইয়ুব আলী নিশ্চিত করেছেন।