কিশোরগঞ্জ প্রতিনিধি>পঞ্চম ধাপে ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় চাঁদখানা ইউপিতে ভোটগ্রহণ ফলাফল শেষে চেয়ারম্যান নির্বাচিত হলেন, ঘোড়া মার্কা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাফিজার রহমান হাপি।
বুধবার চাঁদখানা ইউপিতে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।ভোটের প্রাপ্ত ফলাফলে হাফিজার উদ্দিন হাপি ঘোড়া প্রতীকে ৩ হাজার ৬৫১ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজিম উদ্দিন আলম সবুজ দুটি পাতা প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ৬৩৭ ভোট। মোট ভোটের প্রাপ্ত ফলাফলে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১৪ ভোটে বিজয়ী হয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার রফিকুল ইসলাম প্রাপ্ত ভোটের ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।