107 বার পঠিত
কাউখালী প্রতিনিধি> কাউখালী উপজেলার নিলতী গ্রামে ব্রাকের উদ্যোগে নারীরদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে আজ ২০ জুলাই বুধবার সকালে নিলতী পল্লী সমাজের আয়োজনে এলাকার ২০ জন নারী নিয়ে সমাজের নারীর প্রতি সহিংসতা প্রতিকার প্রতিরোধ নিয়ে আলোচনা করে। এ সময় বাল্য বিবাহ কুফল এবং পারিবারিক কাজের ক্ষেত্রে পুরুষদের অংশগ্রহনের বিষয় আলোচনা করে।
এ সময় বক্তারা পারিবারিক শান্তি সমপ্রতি বজায় নিয়ে ও আলোচনা করা হয়েছে। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন পি এম সেলফ অপারেশন ব্রাক প্রধান কার্যালয় ঢাকা পলাশ কুমার ঘোষ,ব্রাক প্রতিনিধি পিরোজপুর বিভাজন, জোনাল ম্যানেজার সেলফ খুলনা প্রশান্ত কুমার দে,জেলা ব্যবস্থাপক সেলফ পিরোজপুর জাহাঙ্গীর হোসেন, কাউখালী ব্রাক মিঠুন কুমার দত্ত প্রমূখ।