113 বার পঠিত
কমলগঞ্জ প্রতিনিধি>মহীয়সী বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশের প্রেরণা এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমলগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলম ইকবাল মিলন,সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়,ইউপি চেয়ারম্যান মোঃ আসিদ আলী,ইফতেখার আহমেদ বদরুল। স্কাউট সম্পাদক মোসাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হোসনে আরা তালুকদার। অনুষ্ঠানে সেলাই মেশিন প্রাপ্ত প্রশিক্ষনার্থী বিউটি কানু অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।