1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. jonehaidar42@gmail.com : Daynik DesherKotha : Daynik DesherKotha
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের নথি গায়েব - দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম চুলয়াডাঙ্গায় হ*ত্যার দায়ে তিন জনের ফাঁসি চ্যাটজিপিটি ব্যবহার করে ঘরে বসেই আয় করুন লাখ টাকা! জমি সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে ঢুকে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই এজাহার থেকে আসামীর নাম গায়েব,সোহাগের পরিবারের অভিযোগ এজাহার পাল্টেছে পুলিশ  উৎপাদন বাড়লেও ‘কূটনৈতিক ফাঁদে’ ধুঁকছে ইলিশ রপ্তানি আবারো গোপালগঞ্জে যাব, গ্রামে-উপজেলায় কর্মসূচি করব: নাহিদ ইসলাম শিকলে বাঁধা কুকুর’ — ইসরা*য়েলকে ঘিরে খামেনির বিস্ফোরক মন্তব্য, হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রকেও আমি ছেড়ে দিলাম, ইউনিভার্স দেখছে” — নুসরাত ফারিয়ার ভাবুক পোস্ট নারীদের হাসিতে পুরুষেরা পাগল হয় কেন? রক্ত দিলে কী হয় জানুন জীবন বাঁচানো এই মহান কাজের সুফল

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের নথি গায়েব

ইমরান হাসান
  • প্রকাশ শনিবার, ৫ মার্চ, ২০২২

 216 বার পঠিত

ত্রিশাল প্রতিনিধি>কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার ব্যক্তিগত দাপ্তরিক কক্ষ থেকে পরীক্ষার নম্বরপত্রসহ গুরুত্বপূর্ণ নথি গায়েব হয়েছে। ঘটনার এক সপ্তাহ পর গত বৃহস্পতিবার
রাতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক
ফারজানা নাজ স্বর্ণপ্রভা গত ২৪ ফের্রুয়ারি ত্রিশাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)
করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, বিভাগের পরীক্ষা সংশ্লিষ্ট কার্যক্রম শেষে ২৩
ফের্রুয়ারি রাত ১২টার দিকে কলা ভবনের নিচতলার ব্যক্তিগত কক্ষটি তালাবদ্ধ করে বাসায় যান
তিনি।

পরদিন সকাল ১০টায় তিনি এসে দেখতে পান তার রুমের জানালার কাঁচ ভাঙা, অফিসিয়াল
প্রয়োজনীয় ডকুমেন্ট ও গোপনীয় নথি, একাধিক শিক্ষাবর্ষের নম্বরপত্র, পরীক্ষার
উত্তরপত্র, উপস্থিতির রেজিস্ট্রার খাতা ও পেন ড্রাইভ নেই। তবে সেখানে স্বর্ণালংকার ও
অন্যান্য মূল্যবান জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে ছিল।

ফারজানা নাজ স্বর্ণপ্রভা বলেন, ‘এটি স্পষ্ট উদ্দেশ্যপ্রণোদিত চুরি। যারা করেছে তারা নিশ্চয়ই
অনেক দিন ধরে আমাকে অনুসরণ করেছে এবং সুযোগ পেয়ে আমাকে বিপদে ফেলতেই এ কাজ করা
হয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবির বলেন, ‘প্রাথমিকভাবে
আমাকে জানানো হয়েছিল যে জিনিসগুলো মিসিং ছিল তার বেশিরভাগই তারা উদ্ধার করতে পেরেছেন।
পরবর্তীতে বিভাগীয় প্রধানের সঙ্গে আলাপ করে জানতে পারলাম আসলে সেগুলো পায়নি। দুইজনের
কথার মধ্যে গড়মিল পাওয়ায় আমাদের তদন্ত কাজ শুরু করতে দেরি হয়েছে। আমরা দ্রæতই
অধিকতর তদন্ত করে মূল ঘটনা বের করার চেষ্টা করব।’

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদুল বারীকে আহ্বায়ক করে
চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত
প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স
স্টাডিস বিভাগের প্রধান মো. আল জাবির, প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান ও
নিরাপত্তা কর্মকর্তা রামিম আল করিম।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বলেন, এটি চুরি নাকি অন্য কোনো ঘটনা তা তদন্ত করে দেখা
হচ্ছে। তদন্ত শেষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park