1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠলে ইউরোপের মতো মনে হয়,নিচে নামলে মনে হয় গরিব:ওবায়দুল কাদের - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৬ পূর্বাহ্ন

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠলে ইউরোপের মতো মনে হয়,নিচে নামলে মনে হয় গরিব:ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

 48 বার পঠিত

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠলে ঢাকাকে ইউরোপের মতো মনে হয় পাশাপাশি এক্সপ্রেসওয়ে থেকে নিচে নেমে বাসের অবস্থা দেখে মনে হয় গরিব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমন মন্তব্য করে মালিক সমিতির কাছে প্রশ্ন রাখেন, ‘এসব গাড়ি কীভাবে চলে ঢাকা শহরে?’ এ সময় তিনি বাসগুলোকে মেরামত করে সুন্দর রাখার পরামর্শ দেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় আজ রোববার (২২ অক্টোবর) এসব কথা বলেন সড়ক পরিহণমন্ত্রী। তিনি বলেন, ‘এয়ারপোর্ট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠলে ঢাকাকে মনে হয় ইউরোপ। আর নামলেই আমাদের বাসগুলো দেখলে মনে হয় গরিব-গরিব চেহারা।’

রাজধানীতে চলাচল করা গণপরিবহণের অবস্থার সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘জীর্ণ, মুড়ির টিন চলছে। গায়ে লেখা—আল্লাহর নামে চলিলাম। আর যেতে যেতে খাদের মধ্যে অথবা পাশের আইল্যান্ডের ওপর। এসব গাড়ি কীভাবে চলে ঢাকা শহরে, মালিক সমিতির কাছে আমার প্রশ্ন।’

বাসমালিকদের বাসগুলোকে মেরামত করে সুন্দর রাখার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এই কথা কতবার বললাম। কী লাভ হলো? কথা অনেক বলেছি। কথা কাজে পরিণত না হলে মূল্য থাকে না।’

সড়ক পরিবহণ বাস্তবায়নের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘সড়ক পরিবহন আইন করলাম। কিন্তু, বাস্তবায়ন প্রক্রিয়া এত বিলম্বিত, যা দুঃখজনক। আইন আছে, প্রয়োগ নাই, এমন আইনের দরকার কী?’

সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, বাংলাদেশ সড়ক পরিবহণ সমিতির সভাপতি মশিউর রহমান, বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান, নিরাপদ সড়ক চাই (নিসচা)–এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ ও বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী প্রমুখ।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park