244 বার পঠিত
ত্রিশাল প্রতিনিধি> ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। অনাবিল আনন্দ উল্লাসের মধ্য দিয়ে উদযাপিত হয় দিনটি। আর সেই আনন্দ আর খুশি অপূর্নই থেকে যায় যদি গায়ে নতুন জামা কাপড় না থাকে।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উপজেলার বিভিন্ন বিপনি বিতানে জমে উঠেছে ঈদের কেনাকাটা। নগরীর শপিং মলগুলো বর্ণিল সাজে সেজেছে। দীর্ঘ দুই বছর করোনার পর প্রাণ ফিরে পেয়েছে শপিংমলগুলোতে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা।
ক্রেতাদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে ব্র্যান্ডের শো-রুম গুলোও। ঈদ যত ঘনিয়ে আসছে ক্রেতাদের উপস্থিতি ততই বাড়ছে। গতদুই বছর করোনার কারণে নানা বিধি থাকায় আশানুরুপ ব্যবসা করতে পারেননি দোকানিরা।
এবার রাষ্ট্রীয় কোনো বিধি নিষেধ না থাকায় এবং ক্রেতাদের উপস্থিতি বেশি হওয়ায় স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে। এক মার্কেট থেকে অন্য মার্কেট ছুটছেন বিভিন্ন বয়সী মানুষ তাদের পছন্দের জিনিসপত্র কিনতে।
নগরীর প্রতিটি মার্কেটেই ক্রেতাদের উপচেপড়া ভিড়। ক্রেতা আকৃষ্ট করতে শহরের নামিদামি ব্র্যান্ডের দোকান, শপিংমল ও ফুটপাতে মনোলোভা ও রকমারি ডিজাইনের শাড়ী-পাঞ্জাবি, থ্রি-পিস ও বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছে।
ত্রিশালেজুড়ে দেশের নামী-দামি ফ্যাশন হাউজগুলোতে রয়েছে বিপুল পণ্যের সমাহার। মসজিদরোড, আবুল হোসেন র্মাকেট, রশিদ চেয়ারম্যার মার্কেট, সানাউল্লাহ মার্কেটসহ শপিংমল, কাপড়ের দোকান, খ্যাতনামা ফ্যাশন হাউজ, ব্র্যান্ডশপে ঈদের কেনাকাটায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা।
গত দুইবছর ব্যাপক লোকসান হয় ব্যবসায়ীদের। তবে এবছর করোনা স্বাভাবিক থাকায় বিক্রি ভালো হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে দীর্ঘদিন পর স্বাচ্ছন্দ্যে ঈদের কেনাকাটা করতে পেরে অনেক খুশি ক্রেতারা।
ময়মনসিংহে দেশের নামী-দামি প্রায় সকল ব্র্যন্ডশপ ও ফ্যাশন হাউজ গুলোর শো-রুম থাকায় রাজধানীমুখি ক্রেতা কিছুটা হলেও কমবে এবং বেচাকেনা জমজমাট হয়ে উঠবে এমনটাই আশা ব্যবসায়িদের।