145 বার পঠিত
সদরপুর প্রতিনিধি>সদরপুরের নবাগত নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাশেলের সাথে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিত্ব, সাংবাদিক ও সুধী জনের সাথে মতবিনিময়, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দীনের সঞ্চালনায় উপজেলা ভবনের ছাদে অনুষ্ঠিতব্য ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা,বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আঃ মজিদ মিয়া, মুক্তিযোদ্ধা আঃ গফফার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, আবাসিক প্রকৌশলী সুব্রত মালাকার, উপজেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি, দৈনিক মানব জমিন ও দৈনিক দেশেরকথা’র প্রতিনিধি শিমুল তালুকদার, উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সাব্বির হাসান বি,আর,ডি,বির সাধারন সম্পাদক ইমারত হোসেন বাচ্চু,সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ নবাগত ইউ,এন,ওর সাথে মতবিনিময় করে একসাথে কাজ করার অংগীকার করেন।