127 বার পঠিত
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি>নওগাঁর আত্রাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলায় সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এবং আহসানগঞ্জ রেলস্টেশনের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।
এ সময় অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ অনিক ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তারেকুর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা আওয়ামীলীগের অফিসের সামনে থেকে শোক র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রুহুল আমিন