121 বার পঠিত
চাটখিল প্রতিনিধি>নোয়াখালীর প্রবাসী অধ্যুষিত উপজেলা চাটখিলের সাহাপুর ইউনিয়ন পরিষদে ব্র্যাকের উদ্যোগে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পূনরেত্রীকরন শীর্ষ এক কর্মশালা (সেমিনার) অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩শে নভেম্বর (মঙ্গলবার) সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার কাজলের সভাপতিত্বে এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদ হায়দার সোহেল বিশেষ অতিথি ছিলেন, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুল কানন, ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক শাহজাদা ইকবাল, ইউপি মেম্বার আবদুল ওয়াদুদ, হুমায়ুন কবির সোহাগ প্রমূখ।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রাকের জেলা কর্মকর্তা ফারজানা ফরাজী।
এসময় ব্র্যাকের উপজেলা কর্মকর্তা ইমরান হোসেন, জান্নাতুল ফেরদৌস রুপা প্রমূখ উপস্থিত ছিলেন।