1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
অভিনয় শিল্পে জবি শিক্ষার্থী মারুফ আলোচনায়  - দৈনিক দেশেরকথা
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মেট্রোরেলে ভাংচুর ও অগ্নিসংযোগে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে তাণ্ডব আমার বিশ্বাস তারা ন্যায়বিচার পাবে, হতাশ হতে হবে না,জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শিক্ষার্থীরা কোথাও আগুন কিংবা ভাঙচুর করেনি: ডিবিপ্রধান চলমান কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের আয়োজনে পবিত্র  আশুরা পালিত পবিত্র আশুরা উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছারছীনার পীর সাহেব হুজুর আর নেই দেশের সব স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নলডাঙ্গায় ১১ অসহায় পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরন

অভিনয় শিল্পে জবি শিক্ষার্থী মারুফ আলোচনায় 

রিদুয়ান ইসলাম
  • প্রকাশ বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

 178 বার পঠিত

জবি প্রতিনিধি>সম্প্রতি ইউটিউবে প্রকাশিত ”সারপ্রাইজ” নাটকে অভিনয় করে আলোচনায় চলে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মারুফ৷ নাটকে প্রধান চরিত্রের অভিনয় করে আলোচনায় আসছেন তিনি৷ নাট্যকার ও ডিরেক্টর পৃথ্বীর রচনা ও পরিচালনায় ‘সারপ্রাইজ’ নাটকটিতে আরো অভিনয় করেছেন সিয়াম নাছির, অর্পা খান এবং শিখা মৌ।
আলোচিত মারুফ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী। সে ইতোমধ্যেই বেশ কিছু নাটক, ওয়েব সিরিজ সহ বিজ্ঞাপনে অভিনয় করেছেন। এদের মধ্যে আশফাক নিপুন পরিচালিত ‘মহানগর’ ইমরাউল রাফাতের ”ডাকাতের বংশ”, ”পাপ্পু ওয়েডস পিংকি” ও “রিলেশনশিপ ম্যানেজার” মোহাম্মদ মিফতা আনানের ”ঢাকাইয়া ওয়েডিং” ও “নাইট শো”, সজিব খান পরিচালিত “লুকোচুরি” এবং আশফাক বিপুলের পরিচালনায় “হিমালায় মেনস ফেইস ওয়াশ” বিজ্ঞাপনটি উল্লেখযোগ্য। এছাড়াও বেশ কয়েকটি নাটক ও বিজ্ঞাপনের শুটিং শেষ হয়ে রিলিজের অপেক্ষায় আছে।
সারপ্রাইজ নাটকটি সম্পর্কে জানতে চাইলে আব্দুল্লাহ আল মারুফ বলেন, “এই নাটকটির মধ্য দিয়েই আমার মূল চরিত্রে অভিনয়ের সূচনা হলেও সবার সহযোগিতায় ভালো কাজ করতে পেরেছি৷ নাটকটির মাধ্যমে অনেক অভিজ্ঞতার সঞ্চার হয়েছে। শিখতে পেরেছি নতুন কিছু। এই নাটকের শেষ দৃশ্যে হঠাৎ পরিচালক আমাকে বলে যদি বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দিতে পারো তবে নাটকের শেষটা আরো রোমাঞ্চকর হবে। আমিও সাহস নিয়ে বলে ফেললাম ঠিক আছে আমি ঝাপ দিব। এই কথা শুনে শুটিং ইউনিটের সবাই যেমন অবাক হয়েছিল তেমনি ভয় ও পাচ্ছিল। আমি সবাইকে অবাক করে দিয়ে বুড়িগঙ্গায় ঝাপ দিয়ে শুটিং শেষ করি। এতে নাটকটির শেষটা আরো সুন্দর হয়েছে”।
অভিনয় শিল্প নিয়ে জানতে চাইলে মারুফ বলেন, “আমি হিরো হতে চাই না একজন ভালো অভিনেতা হতে চাই, একজন ভালো মানের অভিনেতা হতে চাই। মানুষকে কিছু কিছু ভালো কাজ উপহার দিয়ে যেতে চাই। আমি চিরকাল বেঁচে থাকবো না, কিন্তু আমার কাজগুলো রয়ে যাবে। আর এই কাজগুলো দিয়েই আমি চিরকাল অমর হয়ে থাকতে চাই সবার হৃদয়ে। আমার কাজ লাখ লাখ মানুষের দেখার প্রয়োজন নেই আমার কাজ যদি দশজন দেখে  আর আটজনই ভালো বলে এর মধ্যেই আমার কাজের সার্থকতা আর প্রশান্তি”।
উল্লেখ্য যে, ২৮ নভেম্বর ”সারপ্রাইজ” নাটকটি রিলিজ হওয়ার পর ইউটিউবে পাবলিশ করা হয়।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park