63 বার পঠিত
ফরিদপুরের সদরপুরে ২ মণ জাটকা ইলিশ জব্দ করে মাছ ব্যবসায়ীকে ৫ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। পরে জব্দকৃত জাটকা ইলিশ উপজেলার ৬টি লিল্লাবোর্ডিং, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করে দেয়া হয়েছে।
১০ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ৭ টা থেকে ৯.৩০ টা পর্যন্ত জাটকা ইলিশ রক্ষায় সদরপুর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে উপজেলার পিঁয়াজখালী বাজার ও কালিখোলা বাজারে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের সার্বিক ব্যবস্থাপনায় এ অভিযানে সদরপুর থানার এ,এস,আই মোঃ হিরু শেখসহ পুলিশ সদস্য ও বাজার কমিটির সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অংশ নেন।
অভিযানে পিঁয়াজখালী বাজারের একজন খুচরা মাছ বিক্রেতাকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৩ এর (ঙ) ধারায় ৫০০ টাকা জরিমানা করা হয় এবং উভয় বাজার থেকে ৮০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।
এ প্রসঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, পদ্মা ও আড়িয়াল খাঁ নদে জাটকা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।