99 বার পঠিত
চাটখিল প্রতিনিধিঃ বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ অন্যান্য ভাতা ভোগীদের উদ্দেশ্য নোয়াখালী-১ (চাটখিল- সোনাইমুড়ী) আসনে সাংসদ এইচ এম ইব্রাহিম এমপি বলেন, সকল ভাতা ভোগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। আমার জানামতে (চাটখিল-সোনাইমুড়ী) সিংহভাগ ভাতা ভোগীদের ভাতার আওতায় আনা হয়েছে। কেউ যদি ভাতার আওতায় আসতে ঘুস দিয়ে করানোর চেষ্টা করেন, আপনারা ঐ সকল জনপ্রতিনিধিদের গণধোলাই দিয়ে শাস্তি দিবেন।
২০ ডিসেম্বর (বুধবার) বিকেল থেকে রাত পর্যন্ত নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা চাষীরহাট ইউনিয়নের সবকটি ওয়ার্ডে আওয়ামী লীগের মতবিনিময় সভা এমন মন্তব্য করেন এইচ এম ইব্রাহিম।
আরও উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের ও সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু ও স্থানীয় আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।