89 বার পঠিত
দেশের মধ্যে ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে দেশের আট জেলা বন্যাকবলিত হয়েছে। বন্যা আরও দীর্ঘস্থায়ী হওয়া আশঙ্কা রয়েছে । বন্যা আরও নতুন নতুন অঞ্চলে বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
বুধবার (২১ আগস্ট) বিকেলে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা।
তিনি বলেন, আমরা ধারণা করছি বন্যা হওয়ার সম্ভাবনা আছে। প্রধান উপদেষ্টার নির্দেশে এতি মধ্যে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি।
অতিরিক্ত সচিব আরও বলেন, পত্রিকায় আমরা দেখছি, লেখা হচ্ছে অনেকে খাবার পায়নি। সে জন্য আমরা জেলা প্রশাসকদের সঙ্গে সরাসরি কথা বলছি, কারণ আমরা তো পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করে দিবো!
তিনি বলেন, আমরা ইউএনওর (উপজেলা নির্বাহী অফিসার) কাছ থেকে প্রতিদিনের রিপোর্ট চেয়ছি। রিপোর্টটি জেলা প্রশাসকরা আমাদের কাছে দিলে এলাকাভিত্তিক চাহিদা অনুযায়ী আলাদা বরাদ্দ দেওয়া হবে।
তিনি বলেন, দেশের সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা বন্যাকবলিত হয়েছে। জেলায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় উদ্ধার কাজ শুরু করেছে। ভবিষ্যতে যদি আরও বিস্তৃতি লাভ করে, সেখানেও ব্যবস্থা নেওয়া হবে।