70 বার পঠিত
রংপুরে সংগ্রামী ছাত্র জনতার আহবানে দেশে চলমান সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬ঘটিকায় একদল শিক্ষার্থী রংপুর সংগ্রামী ছাত্র-জনতা ব্যানারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে শুরু হয়ে মহানগরীর খামারমোড়স্থ নেসকো অফিস পর্যন্ত মশাল মিছিল করে। প্রতিবাদ মিছিলটিতে রংপুর শহরের বিভিন্ন স্কুল, কলেজসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক মনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা আশিকুর রহমান বলেন, বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ড হওয়া উচিৎ। বর্তমান সরকার যদি পরিস্থিতি নিয়ন্ত্রিত করতে না পারে তাহলে পদত্যাগ করুন। রংপুরের মিঠাপুকুরে যে লজ্জিত ধর্ষণের ঘটনা ঘটেছে তার ফাসি দিতে হবে ও সংবিধানের নীতিমালায় ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড অন্তর্ভুক্ত করতে হবে।
রংপুর মডেল কলেজের নারী শিক্ষার্থী স্বর্ণা বলেন, বর্তমানে নারীদের কোনো নিরাপত্তা নেই, প্রতিনিয়ত ছিনতাই সংঘর্ষেরর জন্যে মানুষ আতংকিত। ধর্ষকের মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে।
নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকতে দিকনির্দেশনা মূলক আলোচনা করে আরেক নারী শিক্ষার্থী আশা ইসলাম বলেন,’ধর্ষকের কোনো রকম স্থান সমাজে হবে না। সর্বোত্তম নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান করব আমরা।’
সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেরোবি শিক্ষার্থী মাহমুদুল হাসান আবির বলেন,’ আমাদের সাথে যারা একত্রিত হয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে যা সমাজে অস্থিতিশীলতা তৈরি করছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।’