1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
জাঁকজমকপূর্ণ আয়োজনে মোরেলগঞ্জ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত - দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম আরো ৬০ দিন বাড়লো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রিসি ক্ষমতা বেনাপোল সীমান্ত থেকে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি কম্বল সহ বিভিন্ন পন্য আটক আছিয়ার দাফন সম্পন্ন, অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন গলাচিপায় খুন ধর্ষণ মব জাস্টিস ও চাঁদাবাজি সহ আইনশৃঙ্খলার অবনতি জন্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।  আছিয়ার মরদেহের সঙ্গে মাগুরায় গেছেন উপদেষ্টা ফরিদা আখতার মাগুরায় নির্যাতনের শিকার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক প্রকাশ সাত দিনের মধ্যে শিশু ধর্ষণের বিচারের কাজ শুরু হবে : আইন উপদেষ্টা ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা মাগুরায় দর্শনের শিকার সেই শিশুটি মারা গেছে দেশে ফিরছে লিবিয়ায় আটকে পড়া ১৭৬ বাংলাদেশী

জাঁকজমকপূর্ণ আয়োজনে মোরেলগঞ্জ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত

মোঃ এখলাস শেখ
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

 58 বার পঠিত

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে বিদ্যালয়ের অডিটরিয়ামে এ অনুষ্ঠান শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এবং মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত)প্রধান শিক্ষক এইচ এম শহিদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আলী মোহাম্মাদ ফারুক। নবীন শিক্ষার্থীদের আন্তরিক অভ্যর্থনায় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া ১০৯ জন নতুন শিক্ষার্থীকে বরণ করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, “এই নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকবর্তিকা। তাদের মেধা ও পরিশ্রম বিদ্যালয়ের গৌরবকে আরও উজ্জ্বল করবে”।

অনুষ্ঠানে নবাগতদের অনুভূতি প্রকাশ করতে তাসনিয়া ইসলাম সারিকা, তানজিম তাসিন, মরিয়ম ইসলাম রিনিক ও সোহেলী জান্নাত তাদের উচ্ছ্বাস তুলে ধরে বলেন, “এই বিদ্যালয়ে আসতে পেরে আমরা গর্বিত। সহপাঠী ও শিক্ষকদের ভালোবাসা আমাদের শিক্ষাজীবনকে স্মরণীয় করে তুলবে।”

প্রধান অতিথি মোঃ নাজমুল ইসলাম বলেন, “নবীন বরণ শিক্ষাজীবনের এক বিশেষ মুহূর্ত। এটি শুধু একটি অনুষ্ঠান নয় বরং শিক্ষার্থীদের জীবনে নতুন স্বপ্ন ও অনুপ্রেরণা জাগ্রত করার উৎস।”

বিদ্যালয়ের শিক্ষিকা, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবাগত শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এ আয়োজন শিক্ষার্থীদের জন্য শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস ও উৎসাহ জাগাবে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park