154 বার পঠিত
যাদের স্নরণে আয়োজিত হয়েছে আজ এই স্নরণ সভা ও মাগফিরাত প্রাথর্না
হাজ্বী মরহুম জবিয়ল হোসেনের মেয়ে হাজ্বী মরহুমা মাহফুজা খাতুন।হাজ্বী মরহুম মফিজের রহমানের ছেলে,হাজ্বী মরহুম আবুল কালাম ( জাবের মিয়া),মো.সিরাজ উদ্দিন ( সেলিমের) ছেলে মরহুম সার্জেন্ট মো. মিরাজ উদ্দিন, মাহামুদা হারুন ( মাধু) এর ছেলে মরহুম ফরিদ উদ্দিন খোকন, ফুলআরা বেগমের মেয়ে মরহুমা মোসাঃফাহিমা আক্তার ( সেজনু)। তবারক হোসেন নবুয়তের ছেলে,মরহুম আ.ন.ম. নাসিমুন্নবী মিশু।১১ ফ্রেরুয়ারী ২০২৩ হইতে ২৮ ডিসেম্বর মধ্যে হারিয়েছে পরিবারের সদস্যদের।
হাতিয়ার এক কিংবদন্তি শিক্ষানুরাগী, সমাজসেবা, দানশীল, এলাকার দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের পাশে দাঁড়িয়েছেন শিক্ষানুরাগী এই পরিবারটি,গড়ে তুলেন একাধিক স্কুল, মাদ্রাসা, মসজিদ,ও পাঠাঘার,পাবলিক লাইব্রেরীসহ নানা শিক্ষা প্রতিষ্ঠান,
শনিবার সকাল ১১ টায় চুনি মিয়াজী বাবলিক লাইব্রেরী আয়োজনে নাঈম প্লাজায় লাইব্রেরী কক্ষে চুনি মিয়াজী পরিবারের স্মরণে সভা ও দোয়া মাহফিল প্রাথর্না অনুষ্ঠিত হয়েছে।
ইসমাইল হোসেনের সঞ্চালনয় অনুষ্ঠানে প্রায়তদের স্নরণে বক্তব্য রাখেন সুখচর মফিজিয়া উচ্চবিদ্যালয়ের সভাপতি মাষ্টার মো. হেলাল উদ্দিন, সাবেক অধ্যক্ষ হাতিয়া কমিউনিটি কলেজের মো. ফাহিম উদ্দিন, সাবেক হাতিয়া ডিগ্রী কলেজের প্রফেসার আবুল কাশেম,বীর মুক্তিযুদ্ধ মো. মানছুরল হক, হাতিয়া শহর আদর্শ নুরানি মাদ্রাসার মাওলানা মুফতী মো.সায়েদ,
স্নরণ সভা ও মাগফিরাত প্রাথর্নে অংশ নেন আশেপাশের স্থানীয় মাদ্রাসা স্কুল ও বিভিন্ন সামাজিক অঙ্গ সংগঠন, এই সময় অনুষ্ঠানে বিদয়ী হজ্বের ভাষনের ক্যালেন্ডার বিতরণ করা হয় ব্যক্তিকে হারিয়েছে