185 বার পঠিত
গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের কাবিলের বাজার মদিনাতুল উলুম হাফিজিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার হেফজ সমাপ্তকারী ও বিদায়ী ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে মাদ্রাসা মাঠে ১৭ তম বার্ষিকী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২রা মার্চ) কাবিলের বাজার ব্যবসায়ীদের আহব্বানে বিরাট ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি এ টি এম ছাবুদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য শাহ্ সারোয়ার কবির।প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, আল- কোরআনের বিশ্লেষক, গবেষক, উপস্থাপক, বক্তা হযরত মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী।
সরেজমিনে গিয়ে দেখা যায়,প্রধান বক্তার ওয়াজ শুনতে দুর-দুরান্ত থেকে মুসলিম ধর্মপ্রান পুরুষ-মহিলার আগমন ছিল চোঁখে পড়ার মত।তিল পরিমান জায়গা ফাঁকা ছিল না মাদ্রাসা ময়দানে।মাদ্রাসা কতৃপক্ষ প্রতি বছরই ওয়াজ মাহফিলের আয়োজন করেন।
আমন্ত্রিতদ্বয় বাদেও স্থানীয় ও বিভিন্ন জেলার একাধিক ওলামায়ে একরামনগন দোয়া ও ওয়াজ মাহফিল শুরু করেন আসর নামাজের পর থেকে।দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে রাত ১টার সময় শেষ হয়। মাহফিলে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থাসহ বড় পর্দায় বক্তাকে দেখার ব্যবস্থা করেছিলেন।