127 বার পঠিত
কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃনীলফামারীর কিশোরগঞ্জে ভাষা শহিদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার এ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন অমর একুশের প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহিদদে প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
এরপর একে একে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা বিএনপি,পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা স্কাউটস,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,আনসার ভিডিপি,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,বিভিন্ন স্কুল -কলেজসহ অন্যান্য সরকারি-আধা সরকারি ও বিভিন্ন সামাজিক সংগঠন।
পাশাপাশি শুক্রবার এ দিবসকে ঘিরে উপজেলা প্রশাসন দিন ব্যাপি নানা কর্মসূচির আয়োজন করেন।এ কর্মসূচির মধ্যে ছিল অর্ধ নির্মিতভাবে জাতীয় পতাকা উত্তোলন,শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা,নান্দনিক হাতের লেখা প্রতিযোগিতা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
ইউএনও মৌসুমী হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম,কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন,সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম,উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ্,বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি মোতালেব হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা প্রমুখ।