1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ছেংগারচর পৌরসভায় পানি শোধনাগার উদ্বোধন  - দৈনিক দেশেরকথা
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু,৪০৩ জন হাসপাতালে ভর্তি গণভবনকে স্মৃতি জাদুঘরে রূপান্তর করে তুলে ধরা হবে ১৬ বছরের গুম, খুন, নির্যাতনের সামগ্রিক চিত্র চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ চট্টগ্রামে জাহাজ কাটার সময় বিস্ফোরণ, ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার এক সপ্তাহ পরেও যে কারণে পর্যটক নেই শ্যামলীতে আবাসিক হোটেলে শিক্ষার্থীদের অভিযান, হামলা, ৩ শিক্ষার্থী আহত ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশকে বিজিবি অনুরোধ পিস্তলের ভয় দেখিয়ে তারেক রহমানকে সাজা দিতে বলা হয় পিলখানায় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি সাবেক সেনাপ্রধান জেনারেল মইনের পিরোজপুরে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভা

ছেংগারচর পৌরসভায় পানি শোধনাগার উদ্বোধন 

শহিদুল ইসলাম খোকন
  • প্রকাশ সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

 118 বার পঠিত

চাঁদপুর (মতলব) প্রতিনিধি> মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় ভূ-গর্বস্থ্য পানি শোধনাগার, উচ্চ জলধারা থেকে বিশুদ্ধ পানি সরবরাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার ৪ সেপ্টেম্বর সকালে উপজেলার ছেংগারচর পৌরসভার  জীবগাও (জজ নগর) এলাকায় উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. শামসুল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এ্যাড. নূরুল আমিন রুহুল এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, জেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর নির্বাহী প্রকৌশলী আবু মুছা মোহাম্মদ ফয়সাল, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মন্জুর আহম্মেদ।
প্রধান অতিথি বলেন, দুই যুগ পর পৌরবাসী ১০ কোটি টাকায় নির্মিতএই পানি শোধনাগারের মধো দিয়ে  নিরাপদ পানির ব্যবহার সুবিধা পেলো। আজ একশ পরিবার পানির লাইন পাচ্ছে। পর্যায়ক্রমে পানি শোধনাগার থেকে  ৩ হাজার পরিবার পানি সরবরাহ সুবিধা পাবে। এটি একটি পাইলট প্রজেক্ট, যা সরকারের উন্নয়নের অংশ। তিনি আরো বলেন, পৌর সেচ খালের কচুরিপানা আগামী এক মাসের মধ্যে পরিস্কার করা হবে। অনেক খাল বন্ধ হয়ে গেছে। ফলে পানি নিষ্কাসন ব্যবস্থা ব্যহত হচ্ছে। এর ভুক্তভোগী কৃষকরা। তাই কৃষকদের কথা চিন্তা করেই সেচ খাল পরিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ছেংগারচর পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মো. হেদায়েত উল্লাহর সভাপতিত্বে ও প্রশাসের সহায়ক রেফায়েত উল্লাহ দর্জির  পরিচালনায় আরো বক্তব্য দেন -গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শহীদ উল্লাহ প্রধান। আরো বক্তব্য উপজেলা আওয়মীলীগের অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান,  আওয়মীলীগের উপকমিটির সদস্য আরিফ উল্লাহ সরকার।

এছাড়াও পৌর কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোকলেছুর রহমান মাস্টার, গুলশানা থানা যুবলীগের সহ সভাপতি মাহবুবুর রহমান সেলিম,  আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান,  সাবেক ছাত্রনেতা এ্যাড. মহসিন মিয়া মানিক,  ছেংগারচর পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুস ছাত্তার, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামান সরকার,মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, উপজেলা প্রেসক্লাবের সদস্য সদস্য সচিব মমিনুল ইসলাম মমিন, প্রশাসকের সহায়ক শাহ আলম সিদ্দিকী, মফিজুল ইসলাম মাহফুজ,আওয়ামীলীগ নেতা, শহিদ উল্লাহসহ প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা সজিব চন্দ দাস।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park