1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা - দৈনিক দেশেরকথা
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম শাপলা চত্বরে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা- ইমরানসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এমবিবিএস-বিডিএস ডিগ্রিধারী ছাড়া নামের আগে কেউ ‘ডাক্তার’ লিখতে পারবে না: হাইকোর্ট কারাতে প্রতিযোগিতায় রাজশাহী শিক্ষা বোর্ডের পদক অর্জন  ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২৮০৫ টাকা ।  সাগর-রুনি হত্যা মামলায় ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদ করবে টাস্কফোর্স গণঅভ্যুত্থানে বিজয়ী শক্তি বর্তমানে দেশ চালাচ্ছে: তথ্য উপদেষ্টা ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের ওপর হামলা: ডিএমপি বেনাপোল সীমান্তে সড়ক দূর্ঘটনা বিজিবি সদস্য নিহত, ১ আহত ১ শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চ শনিবার 

আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা

দেশের কথা
  • প্রকাশ রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

 66 বার পঠিত

এবারই প্রথম দুই পর্বে তিনটি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা। এ ছাড়া এই প্রথম ইজতেমা ময়দানে পালিত হয়েছে পবিত্র শবেবরাত। রোববার (১৬ ফেব্রুয়ারি) টঙ্গীর তুরাগ নদের তীরে সকাল দুপুর ১২টার মধ্যে অনুষ্ঠিত হবে ইজতেমার আখেরি মোনাজাত।

ইজতেমার শেষ পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে ঢাকা, গাজীপুরসহ সারাদেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে ইজতেমা ময়দানে আসছেন। এ পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

ইজতেমার দ্বিতীয় দিন শনিবারও (১৫ ফেব্রুয়ারি) দিনভর লাখ লাখ মুসল্লির পদচারণা ছিল ইজতেমা ময়দানে। দিনব্যাপী জিকির-আসকার-বয়ান, ইবাদত-বন্দেগি, আল্লাহু আকবার ধ্বনি, পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ানের মধ্য দিয়ে আজকের দিনি অতিবাহিত হয়েছে। তবে এ পর্বে আখেরি মোনাজাত আরবি ও উর্দুতে পরিচালনা করার কথা রয়েছে। মোনাজাতের আগে হবে হেদায়াতি বয়ান।

তাবলিগের ৬ উসুলের (মৌলিক বিষয়ে) ওপর শনিবার বাদ ফজর বয়ান করেন মাওলানা ইলিয়াস বিন সাদ, তরজমা করেন মাওলানা ওসামা ইসলাম। সকাল সাড়ে ৯টায় তালিমের মওজুর (ফজিলত ও আদব) বয়ান করেন নিজামুদ্দিন মারকাজের মুফতি ইয়াকুব।

বাদ জোহর বয়ান করেন আরবের মেহমান, তরজমা করেন মাওলানা মোস্তফা খলিল। বাদ আসর বয়ান করেন হাফেজ মঞ্জুর, তরজমা করেন মাওলানা রুহুল আমিন। বাদ মাগরিব বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ, তরজমা করেন মাওলানা মুনির বিন ইউসুফ।

উর্দুতে বয়ান হলেও বাংলা, ইংরেজি, আরবি, তামিল, মালয়, তুর্কি ও ফরাসি ভাষায় তাত্ক্ষণিক অনুবাদ করা হচ্ছে। বয়ান চলাকালে পুরো ইজতেমা ময়দানে নেমে আসে পিনপতন নীরবতা।

ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম জানান, শনিবার বিকেল পর্যন্ত অর্ধশতাধিক রাষ্ট্রের প্রায় এক হাজার ৭০০ মেহমান উপস্থিত হয়েছেন। এর মধ্যে অস্ট্রেলিয়া, আলজেরিয়া, বাহরাইন, কম্বোডিয়া, কানাডা, চায়না, ফিজি, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, মালয়েশিয়া, মায়ানমার, পাকিস্তান, সৌদি আরব, সিঙ্গাপুর, সুদান, থাইল্যান্ড, তিউনিশিয়া উল্লেখযোগ্য। বিভিন্ন ভাষাভাষী ও মহাদেশ অনুসারে ইজতেমা ময়দানে বিদেশি মেহমানদের জন্য ভিন্ন ভিন্ন তাঁবু নির্মাণ করা হয়েছে। সেখানে তাঁদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে, গতকাল শনিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (জিএমপি) ড. নাজমুল করিম খান প্রেস ব্রিফিং করে বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইজতেমায় হামলার হুমকিসংক্রান্ত গুজব সৃষ্টিকারীকে আইনের হেফাজতে আনা হয়েছে। তার সঙ্গে কথা বলা চলছে। অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইজতেমার পরিবেশ ভালো উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সব ধরনের ব্যবস্থা আছে।’ মোনাজাত চলাকালে সড়ক ও মহাসড়কে যান চলাচল সচল রাখার চেষ্টা করা হবে বলে জানান তিনি।

এ সময় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইব্রাহিম খান, উপপুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন, ইজতেমার আয়োজক সাদপন্থীদের পক্ষে মাওলানা ওসামা ইসলাম, হাজি মনির এবং মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম উপস্থিত ছিলেন।

ইজতেমার দ্বিতীয় পর্বে গতকাল শনিবার বিকেল পর্যন্ত তিন মুসল্লি মারা গেছেন। তাঁরা হলেন শরীয়তপুরের নড়িয়া থানা সদরের আব্দুল আজিজ শেখ (৬২), বগুড়ার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের নাজমুল হোসেন (৭৫) এবং খুলনার লবণচরা থানার বাঙালগলি গ্রামের দিদার তরফদার (৫৫)।

তাছাড়া দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে গতকাল ৯টি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park