1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
জামালপুরে আদালত চত্বরে আইনজীবী ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া । - দৈনিক দেশেরকথা
বুধবার, ১২ মার্চ ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম সাগর-রুনি হত্যা মামলায় ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদ করবে টাস্কফোর্স গণঅভ্যুত্থানে বিজয়ী শক্তি বর্তমানে দেশ চালাচ্ছে: তথ্য উপদেষ্টা ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের ওপর হামলা: ডিএমপি বেনাপোল সীমান্তে সড়ক দূর্ঘটনা বিজিবি সদস্য নিহত, ১ আহত ১ শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চ শনিবার  নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের হটলাইনে একদিনে শতাধিক অভিযোগ এখন দেশে কোরআন ও সুন্নাহভিত্তিক শাসন প্রয়োজন: জামায়াতে ইসলামীর আমির বেনাপোলে ধর্ষকের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল গলাচিপায় অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন 

জামালপুরে আদালত চত্বরে আইনজীবী ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ।

শাহ আলী বাচ্চু
  • প্রকাশ সোমবার, ১০ মার্চ, ২০২৫

 30 বার পঠিত

জামালপুর আদালতে ধর্ষণ মামলার আসামির পক্ষে আইনজীবী দাঁড়ালে আইনজীবীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সোমবার (১০ মার্চ) দুপুরে জামালপুর আদালত চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে আহতরা হলেন- মেরাজ (১৮), ইশান(১৫),ইমন (২০), হৃদয় (২৩), শিশির (১৮) ও তারেক (২৩) । এদের মধ্যে হৃদয় (২৩), মেরাজ ও তারেক (২৩) কে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মোয়াজ ঢাকায় জুলাই-আগস্টের আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন।

এছাড়াও আহত আইনজীবীরা হলেন- খলিলুর রহমান (৮০), আব্দুল আওয়াল (৫৫), ওমর ফারুক (৪৭), নজরুল ইসলাম তরফদার (৫৫) ও আইনজীবীর সহকারী রুকনুজ্জামান (৪০)।

জানা গেছে, একটি ধর্ষণ মামলার শুনানিতে আসামিপক্ষের আইনজীবী হিসেবে অংশ নেন অ্যাডভোকেট নজরুল ইসলাম তরফদার ও ওয়াহিদুজ্জামান। আসামিপক্ষের আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নেওয়ায় ওই আইনজীবীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আইনজীবীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
প্রতক্ষ্যদর্শী আবুল কালাম জানান, আইনজীবী ও ছাত্রদের মধ্যে
কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু’গ্রুপের মধ্যে হাতাহাতি থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া করে মারমুখী সংঘর্ষের রূপ ধারণ করে।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাদ রেজুওয়ান বলেন, সকল আইনজীবীই মামলার কাজে ব্যস্ত ছিলাম। এমন সময় কিছু দুষ্কৃতকারী আদালতে প্রবেশ করে একটি মামলার বিষয়ে একজন আইনজীবীর সঙ্গে কথা কাটাকাটি করে ও পরে তাদের ওপর হামলা করে। এতে আমাদের কয়েকজন আইনজীবী আহত হয়েছেন। এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park