140 বার পঠিত
কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃনীলফামারীর কিশোরগঞ্জে পানির পিপাসা মিটাতে গিয়ে বৈদ্যুতিক সেচ পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্টে কাদের বর্মন (৫৫ )নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারি)দুপুরে বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ বাহাগিলী গ্রামের দোলায় এ ঘটনা ঘটে।নিহত কাদের বর্মন চাঁদখানা ইউনিয়নের উত্তর চাঁদখানা সরঞ্জাবাড়ি গ্রামের মৃত্যু খেসারি বর্মনের ছেলে। এলাকাবাসী জানায়,কাদের বর্মন দুপুরে একই এলাকার বীরেন চন্দ্রের বৈদ্যুতিক সেচ পাম্পে পানির পিপাসা নিবারণের জন্য যান। এসময় বিদ্যুৎতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন। ঘটনা স্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। চাঁদখানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান যাদু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাহ্ করা হয়েছে।