1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
খাগড়াছড়িতে ৬টি পাহাড়ি ময়না পাখি উদ্ধার    - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম হিট অফিসার বুশরাকে পিতা আতিক মাসে বেতন দিত ৮ লাখ টাকা রাষ্ট্র সংস্কারে আরও ৪ কমিশন গঠন গণ-অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ বলে আখ্যা দিলেন বেরোবি শিক্ষক  কলাপাড়ায় নানা ধর্মীয় আচারের মধ্যে দিয় শুরু হয়েছে প্রবারণা উৎসব জুলাই-আগস্ট গণহত্যা বিচার কার্যক্রম শুরু আজ মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে গুলি করে যুবক হত্যা বছরের শেষ চন্দ্রগ্রহণ কাল বাতিল হচ্ছে শেখ হাসিনা পরিবারের জন্ম ও মৃত্যু সহ ৮ দিবস এইচ এসসি পরীক্ষায় সাংবাদিক কন্যা ইসরাত জাহান পুস্প এ প্লাস কিশোরগঞ্জে এপির গুনগতমান ও পর্যালোচনা বিষয়ক কর্মশালা 

খাগড়াছড়িতে ৬টি পাহাড়ি ময়না পাখি উদ্ধার   

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শুক্রবার, ২৮ জুন, ২০২৪

 78 বার পঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি>খাগড়াছড়ি বন বিভাগ ৬টি পাহাড়ি ময়না পাখি উদ্ধার করেছে। শুক্রবার (২৮ জুন,২০২৪ ইং) সকালে খাগড়াছড়ি শান্তি কাউন্টার এ চট্টগ্রাম গামী একটি বাস থেকে পাখি গুলোকে উদ্ধার করা হয়। 

খাগড়াছড়ি বিভাগীয় বন বিভাগ কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের সূত্র ধরে খাগড়াছড়ি শান্তি কাউন্টার এ চট্টগ্রাম গামী একটি বাস এ বন বিভাগের একটি টিম গিয়ে দেখেন ময়না পাখি গুলো বাসের এক কোণায় খাঁচা বন্ধী করে রাখা আছে। কে বা কারা এই পাখি গুলোকে আনলেন জানতে চাইলে কেউ শিখার করেননি। সেক্ষেত্রে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে পাখি গুলোকে উদ্ধার করে খাগড়াছড়ি বন বিভাগে নিয়ে আসা হয়। পাখিগুলোর এখনো পূর্ণ বয়স হয়নি। উড়তে পারে না। তাই পাখি গুলোকে বন বিভাগের হেফাজতে লালন – পালন করা হবে। আর যখন পূর্ণ বয়স হবে তখন পাখিগুলোকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে। 

তিনি আরও জানান, বন্য প্রাণী নিজেদের মতো করে প্রকৃতিতে বেঁচে থাকবে। তাদেরকে কেউ যেন বিরক্ত না করে। এটাই আমাদের একমাত্র লক্ষ্য। আমরা বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, বন্য প্রাণী ধরা, মারা, শিকার করা বা পরিবহন করা এটা একটা গুরুতর অপরাধ।  

তিনি দেশ দেশবাসীর কাছে বার্তা (মেসেজ) দেন, বন্য প্রাণীকে বাঁচতে দিন, বন্য প্রাণী সাধারণত কাউকে আঘাত করে না। বন্য প্রাণী নিজেদের মত প্রকৃতিতে বিচরণ করবে। এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রকৃতিতে বন্য প্রাণী দেখতে পাবে। 

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park