1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
চাটখিলের কৃতি সন্তান ওমর এফ নিউটন- এর কাব্যগ্রন্থ "এবার তোরা মানুষ হ" এর মোড়ক উন্মোচন  - দৈনিক দেশেরকথা
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম কক্সবাজার কেবল পর্যটন শহরই নয়, বরং অর্থনীতিরও কেন্দ্র :প্রধান উপদেষ্টা হঠাৎ বেড়েছে বাজারে বেগুনের দাম রায়পুরে সরস্বতী প্রতিমা ভাঙচুর বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে পাশে থাকবে জাতিসংঘ: অ্যান্তোনিও গুতেরেস দীর্ঘ এক যুগ পর ৭ এপ্রিল আংশিক ভাবে চালু হতে যাচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ফকির লালন সাঁইজির কুষ্টিয়া ছেঁউরিয়ার আখড়া বাড়িতে ছোট পরিসরে পালিত হলো দোল উৎসব টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিল বাংলাদেশ ব্যাংক রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব গলাচিপায় ইউএনও’র বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবীতে মানববন্ধন ভুয়া নোটারিতে বোনকে সম্পত্তি দিতে চেয়েছিলেন টিউলিপ

চাটখিলের কৃতি সন্তান ওমর এফ নিউটন- এর কাব্যগ্রন্থ “এবার তোরা মানুষ হ” এর মোড়ক উন্মোচন 

মোঃ মনির হোসেন সোহেল 
  • প্রকাশ সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪

 130 বার পঠিত

ওমর এফ নিউটন- এর ব্যতিক্রমধর্মী কাব্যগ্রন্থ “এবার তোরা মানুষ হ” এর মোড়ক উন্মোচন আড়ম্বপূর্ণ  আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আয়ারল্যান্ডের লিমেরিকে। লিমেরিকবাসীর সৌজন্যে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রন্থটি উন্মোচিত হলো।

অনুষ্ঠানে লিমেরিকসহ আয়ারল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিবৃন্দ উপস্থিত ছিল দেখার মত। দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ ও স্থানীয় অধিবাসীগণ বইটির লেখক ওমর এফ নিউটনকে শুভেচ্ছা জ্ঞাপন করেন ও ”এবার তোরা মানুষ হ’’ বইয়ের সাফল্য কামনা করেন।

আগত অতিথিগণও তাঁদের বক্তব্য প্রদান করেন। বক্তব্যে বক্তারা বইটির ভিন্নতা ও ব্যতিক্রমতার বিষয়ে ভূয়সী প্রশংশা করেন। বইটি যে গতানুগতিকের ছেয়ে আলাদা তা বক্তাগণ তাঁদের বক্তব্যে উল্লেখ করেন। বক্তব্যের মাঝে মাঝে ছিল ”এবার তোরা মানুষ হ’’ কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি। কবিতাগুলি উপস্থিত দর্শকদেরকে বিমোহিত করে।

জনাব ওমর এফ নিউটন তাঁর বক্তব্যের শুরুতে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর আয়ারল্যান্ডে অন্য যেসব লেখকের যে বইগুলো প্রকাশিত হয়েছে অথবা হবে সেগুলোর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। বক্তব্যের শেষাংশে তিনি ”এবার তোরা মানুষ হ’’ বইয়ের নামের ব্যাখ্যা বিশ্লেষণ করেন ও বই পরিচিতি তুলে ধরেন।

অল বাংলাদেশি এ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড (আবাই) এর প্রেসিডেন্ট ও কবি জনাব ডাঃ জিন্নুরাইন জায়গিদার, লিমেরিকের কাউন্সিলর, মেট্রোপলিটন মেয়র জনাব আজাদ তালুকদার, আবাইয়ের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার এবং বিশিষ্ট সমাজসেবক মুস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠান অলংকৃত করেন। জনাব মুস্তাফিজুর রহমান বাংলাদেশে অবস্থান করায় অনলাইনে যোগদান করে তাঁর শুভেচ্ছা প্রদান করেন।

অনুষ্ঠানের শেষার্ধে ”এবার তোরা মানুষ হ’’ বইয়ের লেখক ওমর এফ নিউটন কিছু কবিতা আবৃত্তি করে উপস্থিত দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখেন। তিনি কিছু কবিতার ব্যাখ্যাও বিশ্লেষণ করেন। এছাড়াও লেখকের সহধর্মিণী মুক্তা মতিন, শাহানা আক্তার স্নিগ্ধা, তাইবা শোভনী, কিশোরী ফারজানা আক্তার প্রাচী, রোকসানা আক্তার, মান্নান সরকার ও মিজানুর রহমান নাসিম কবিতা আবৃত্তি করেন।

জনাব জিন্নুরাইন জায়গীরদার ‘এবার তোরা মানুষ হ’ বইয়র লেখক ও বই সম্বন্ধীয় স্বরচিত এক অতিদীর্ঘ কবিতা আবৃত্তি করেন। সর্বশেষে সবাই সম্মিলিতভাবে বইয়ের মোড়ক উন্মোচন করেন এবং লেখক অতিথিদের সাথে কুশল বিনিময় করেন।

লিমেরিকবাসীর পক্ষ থেকে অনুষ্ঠানটির উদ্যোগ গ্রহণ ও সার্বিক আয়োজনে ভূমিকা রাখেন জনাব মনিরুল ইসলাম মনির ও কাউন্সিলর আজাদ তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মনিরুল ইসলাম মনির ও মোসাম্মৎ শম্পা লিলি।

‘’এবার তোরা মানুষ হ’’ পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায় অনন্যা প্রকাশনীর ৩২ নং প্যাভিলিয়ন থেকে। বইটি রকমারি ডট কমেও পাওয়া যাচ্ছে। 

ওমর এফ নিউটন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কৃতি সন্তান। তিনি সবাইকে “এবার তোরা মানুষ হ ” কাব্য গ্রন্থটি সংগ্রহ করার আহবান জানান।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park