105 বার পঠিত
চাটখিল প্রতিনিধিঃ আধুনিক চাটখিল রুপান্তর করা, আগামীতে একটি সুন্দর ও পরিচ্ছন্ন চাটখিল গড়ার লক্ষ্যে আপনাদের সহযোগিতা কামনা করছি, এমন মন্তব্য করেন আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে নোয়াখালী জেলার চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র লীগ নেতা কাজী টিটু।
মঙ্গলবার ২৩ জানুয়ারি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মমিনপুরের কৃতি সন্তান আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে প্রচারণা শুরু করেন। বিকেল থেকে রাত পর্যন্ত মমিনপুর ও সাহাপুর বাজারের ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সাথে গণসংযোগ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে, স্মার্ট চাটখিল উপজেলা গড়া ও আধুনিক চাটখিল রুপান্তর করতে কাজী টিটু সকলের সহযোগিতা কামনা করেছেন কাজী টিটু।
গণসংযোগ শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যেভাবে মূল্যায়ন করছেন তাতে আমি আশাবাদী।
তিনি আরও বলেন, চাটখিল সোনাইমুড়ী আসনের তিন বারের সাংসদ এইচ এম ইব্রাহিম অবিচল আস্থায় রাজনৈতিক মাঠে আছি। আশা করছি আমাদের নেত্রী শেখ হাসিনা ও এ আসনের সাংসদ আমার বিষয়ে বিবেচনায় রাখবেন।
এ সময় উপস্থিত ছিলেন সুজায়েত উল্লা সুজা, বীর মুক্তিযোদ্ধা আহসান উল্যা, মোঃ সুমন, মোঃ সোহাগ, মোঃ বেল্লাল প্রমূখ। আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।