1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
শহীদ আবু সাঈদ বইমেলা-২০২৫ এর কমিটি পুনর্গঠন - দৈনিক দেশেরকথা
বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২৮০৫ টাকা ।  সাগর-রুনি হত্যা মামলায় ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদ করবে টাস্কফোর্স গণঅভ্যুত্থানে বিজয়ী শক্তি বর্তমানে দেশ চালাচ্ছে: তথ্য উপদেষ্টা ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের ওপর হামলা: ডিএমপি বেনাপোল সীমান্তে সড়ক দূর্ঘটনা বিজিবি সদস্য নিহত, ১ আহত ১ শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চ শনিবার  নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের হটলাইনে একদিনে শতাধিক অভিযোগ এখন দেশে কোরআন ও সুন্নাহভিত্তিক শাসন প্রয়োজন: জামায়াতে ইসলামীর আমির বেনাপোলে ধর্ষকের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল

শহীদ আবু সাঈদ বইমেলা-২০২৫ এর কমিটি পুনর্গঠন

বেরোবি প্রতিনিধি
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

 67 বার পঠিত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উদ্যোগে শহীদ আবু সাঈদ বইমেলা এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে পূর্বের আদেশ বাতিলপূর্বক নতুন কমিটি পুনর্গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বুধবার (১২ ফেব্রুয়ারি, ২০২৫) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী নয়জন সদস্যের এই কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেন।

অফিস আদেশে বলা হয়েছে, আদিষ্ট হয়ে জানাচ্ছি যে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর- এ ‘শহীদ আবু সাঈদ বইমেলা এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৫’ আয়োজনের জন্য পূর্বের আদেশ বাতিলপূর্বক নিম্নোক্তভাবে কমিটি পুনর্গঠন করা হলো।

নতুন কমিটির সদস্যবৃন্দের মধ্যে  আহ্বায়ক করা হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামাণিককে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ শাহজামান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ তানজিউল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ফেরদৌস রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল্লাহ-আল-মাহবুব, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ সিরাজাম মুনির এবং জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ত্বহা হুসাইন।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে , বইমেলা আয়োজন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কবি, লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ লিখতে আগ্রহী এমন ২০০ (দুইশত) জন শিক্ষার্থী নিয়ে কবি আব্দুল হাই শিকদার মহোদয়ের সাথে একটি আলোচনা অনুষ্ঠান আয়োজন করবেন।

কমিটির সম্মানিত সদস্য হিসেবে আপনাকে/আপনাদেরকে সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথমবারের মতো শহীদ আবু সাঈদ বইমেলা আয়োজনের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করে। তবে আওয়ামী লীগ সমর্থনকারী শিক্ষককে কমিটিতে রাখা নিয়ে তুমুল সমালোচনার সৃষ্টি হয়। ফলস্বরূপ পূর্বের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে পূর্বের কমিটির সদস্য একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. আপেল মাহমুদ কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, “আগের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এই বিষয়টি সংবাদ মাধ্যমে জানতে পেরেছি। পরবর্তীতে তিনি ওই কমিটি থেকে অব্যাহতি চেয়ে লিখিত আবেদন করি।”

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park