166 বার পঠিত
জায়গা জমির বিরোধের জেরে একই বাড়ীর সাম্প্রতিক সময়ে মারা যাওয়া মৃত বাবুল মিয়ার লাশ দাফন করতে বাঁধা দেওয়ার অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন করেন।
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ১নং জয়াগ ইউনিয়ন বাওরকোট গ্রামে লোকমান ডাক্তার বাড়ির ৯ ফেব্রুয়ারী (শুক্রবার) জুম্মা নামাজের পর শতশত এলাকাবাসীর উপস্থিতিতে অভিযুক্ত আইনজীবী আবুল কালাম আজাদ ও মুরাদ সহোদরের বিরুদ্ধে ভূমিদস্যু, লাশ দাফনে বাঁধাসহ অনৈতিক কর্মকান্ড সহ অনৈতিক কর্মকান্ডের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন করেন।
গত শুক্রবার রাতে একই বাড়ির মৃত- বাবুল মিয়ার লাশ দাফনে অভিযুক্ত আইনজীবী আজাদ ও মুরাদ সহোদরা দাফনে বাঁধা দিলে এলাকাবাসীর সহযোগিতায় ১৪ ঘন্টা পর লাশ দাফন সম্পন্ন করেন।
ভুক্তভোগী জেসমিন আকতার মুন্নি, সপ্না আকতার, শিরীন আক্তার, প্রবাসী আমির হোসেন সোহেল ও জেসমিন আকতার এর স্বামী প্রবাসী পারভেজ হোসেন এর নামে মামলা দায়ের করেন। এতে জেসমিন আকতারকে পুলিশ গ্রেফতার করেন।
মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে সাংবাদিকদের জানান, আজাদ ও মুরাদ সহোদরা মামলার হুমকি দিয়ে এলাকার মানুষদের ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। এবং এর আগে এলাকায় জনপ্রতিনিধিদের সমন্বয়ে একাধিক বার মিমাংসা করার চেষ্টা করেও কোন ফল পাওয়া যায় নি, এবং অপমান জনক মন্তব্য করে আসছেন। এলাকাবাসী এমন পরিস্থিতি থেকে মুক্তি চান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য ২নং ওয়ার্ড মহিন উদ্দিন মোহন, সমাজসেবক ও ব্যবসায়ী আবদুল হাই ভুইয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মামুন মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন পাখি, প্রবাসী মোশাররফ হোসেন ও জাতীয় পার্টির উপজেলা নেতা মোঃ সেলিম স্থানীয় সামাজিক ব্যাক্তিবর্গ।