85 বার পঠিত
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিদাহ পুড়েছে ৩টি কাঁচা ও একটি সেমিপাকা বসতঘর। মঙ্গলবার দিবাগত গভীর রাত ১ টায় পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ নোয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
আগুন লাগার খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এ ঘটনায় পৃথক ৪ জন মালিকের চারটি বসতঘর পুড়ে যায়।
উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. জাহেদুর রহমান জানান, “১টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেই ১টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা আলকমা বেগম, খুরশিদা বেগম, মো. ওসমান ও লালু মিয়ার চারটি বসতঘর পুড়ে যায়। উক্ত বসতঘর গুলো হতে প্রায় ১০ লাখ টাকার বেশি দামের মালামাল উদ্ধার করতে সক্ষম হই। অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে’।