152 বার পঠিত
চাটখিল প্রতিনিধিঃ অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে প্রথম বছরে অনুষ্ঠিত হলো হিফজুল কোরআন মাদরাসার ছাত্রদের মাঝে পাগড়ি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার কড়িহাটি পশ্চিম বাজার অবস্থিত মারকাজুন নাজাত ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদরাসা। ৫ ফেব্রুয়ারী (সোমবার) রাতে কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের মাঠে পরিচালক আবদুর রহমান ও কড়িহাটি ছালেমিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রভাষক মাওলানা সাইফুল ইসলামের এর যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন সোনাইমুড়ী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সিরাজুল ইসলাম।
ইসলাম ও কোরআন হাদিসের আলোকে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আল বাছির জামে মসজিদের খতিব ড. কামরুল হাসান শাহীন, আলাদাদপুর ফাজিল মাদ্রাসার উপাধাক্ষ্য মাওলানা মাহবুবুর রহমান আল মাদানি, তালতলা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আশেক এলাহি, কড়িহাটি ছালেমিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রভাষক মাওলানা হবীবুল্লাহ মেজবাহ ও কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান সিপন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম দুলাল, নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মানিক ও ইউপি সদস্য শহীদ উল্যা, পরিচালক হাফেজ মাও:সিফাতুল ইসলাম ও প্রধান হাফেজ সাহেবঃ হাফেজ তারেকুল ইসলাম।
বিভিন্ন ইসলামী সংগীত পরিবেশন করেন প্যানভিসন টেলিভিশনের শিল্পী আবদুল কাদের জিলানী, হাফেজ রাশেদুল ইসলাম, মাদরাসার ক্ষুদে শিল্পীরা। আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিরা ৭ জন হাফেজকে পাগড়ি পরিধান করিয়ে দেন। এবং তাদের অভিভাবকদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন।