59 বার পঠিত
ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে মহা ধুম ধামের সাথে পালিত হচ্ছে ৪ দিন ব্যাপী মহা পবিত্র বিশ্ব ওরস শরীফ। আজ সোমবার পালিত হচ্ছে ওরস শরীফের
তৃতীয় দিন। দিন ব্যাপী ওয়াজ নসিয়ত, ধর্মীয় বয়ান এবং জিকির আসকারে মুখরিত পুরো দরবার শরীফে এলাকা। সময় যত বারছে ততই দেশের বিভিন্ন স্থান থেকে জাকেরান ও আশেকানদের সমাগম বারছে। আগামি কাল আখেরি মোমাজাতে অংশ নিতে দূর দুরান্ত থেকে ভক্তবৃন্দের আগোমনে কানায় কানায় পরিপূর্ণ হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ। এছারাও আজ রাতে বিশেষ ভাবে পালিত হবে খাজা রজণি। রাত ১ টা ১৫ মিনিটে খাজা রজণি উপলক্ষে কোরআন তেলোয়াত, মিলাদ মাহ্ফিল, জিকির আসকার সহ ধর্মীয় ভাব গম্ভীর্জের
মধ্য দিয়ে পালিত হবে খাজা রজণি।
আগামিকাল মঙ্গলবার বাদ ফজর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে মহা পবিত্র ওরস শরীফ।