164 বার পঠিত
রাজধানীর ঢাকার শহরসহ দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ শনিবার ২ ডিসেম্বর সকাল ৯ঃ৩৫ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে এতে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
এই ভূমিকম্পের উৎপত্তিস্থাল লক্ষীপুরের রামগঞ্জে।
অ্যান্ড্রয়ের আর্থ কুইক এলার্ট সিস্টেমের তথ্য মতে,রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।ঢাকা থেকে এর উৎপত্তিস্থাল ছিল ৬০ কিলোমিটার দূরে।
উল্লেখ্য গত ১৭ সেপ্টেম্বর দেশে সর্বশেষ ভূমিকম্প অনুভূত হয়েছিল যার মাত্রা ছিল ৪.২।উৎপত্তিস্থাল ছিল ঢাকা থেকে ৫৯ কিলোমিটার দূরে টাঙ্গাইল সদরে। ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান।