10 বার পঠিত
১১ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় বাইতুল মোকাররম সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় ।
শায়লা শারমিন (সহকারী জনপ্রশাসন কর্মকর্তা) ইসলামী ফাউন্ডেশন কর্তৃক স্বাক্ষরিত চিঠিতে বলা হয় যব, কিসমিস, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যেকোনো একটি দ্বারা ফিতরা প্রদান করা হয় ।
গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে ১ কেজি ৬৫০ গ্রাম যার বাজার মূল্য ১১০ টাকা , যব দ্বারা আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম যার বাজার মূল্য ৫৩০ টাকা , কিছমিছ দ্বারা আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম যার বাজার মূল্য ১৯৮০ টাকা , খেজুর দ্বারা আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম যার বাজার মূল্য ২৩১০ টাকা , পনির দ্বারা আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম যার বাজার মূল্য ২৮০৫ টাকা ।
সারা দেশব্যাপী এ ফিতরা নির্ধারণ করা হয়েছে । মুসলমানগণ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যেকোনো একটি পণ্যের বাজার মূল্য দ্বারা সাদাকাতুল ফিতরা আদায় করতে পারবেন ।