1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
ফান প্যারাডাইস পার্কে অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন  - দৈনিক দেশেরকথা
বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২৮০৫ টাকা ।  সাগর-রুনি হত্যা মামলায় ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদ করবে টাস্কফোর্স গণঅভ্যুত্থানে বিজয়ী শক্তি বর্তমানে দেশ চালাচ্ছে: তথ্য উপদেষ্টা ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের ওপর হামলা: ডিএমপি বেনাপোল সীমান্তে সড়ক দূর্ঘটনা বিজিবি সদস্য নিহত, ১ আহত ১ শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চ শনিবার  নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের হটলাইনে একদিনে শতাধিক অভিযোগ এখন দেশে কোরআন ও সুন্নাহভিত্তিক শাসন প্রয়োজন: জামায়াতে ইসলামীর আমির বেনাপোলে ধর্ষকের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল

ফান প্যারাডাইস পার্কে অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন 

শিমুল তালুকদার
  • প্রকাশ রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

 116 বার পঠিত

” জনস্বার্থে সাংবাদিকতা এবং     সাংবাদিকতার নিরাপত্তায় জাগো”এই শ্লোগান কে সামনে রেখে 

বিপুল উৎসাহ উদ্দিপনা হৈ হুল্লোর এবং  আনন্দ উল্লাসের মধ্য দিয়ে গত ৮ ফেব্রুয়ারী  (শনিবার)  ফরিদপুরের ধুলদি রেলগেট সংলগ্ন ফান প্যারাডাইস পার্কে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রেসক্লাবের আনন্দ ভ্রোমন পারস্পারিক পরিচিতি ও বনভোজন। 

বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখা এবং জেলার ৯ টি উপজেলা শাখার আয়োজনে আনন্দ ভ্রমণ পারস্পারিক পরিচিতি সভা এবং বনভোজনে   

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠিতা সভাপতি সাংবাদিক ফরিদ খাঁন।

 সকাল ১০ টা থেকে বাংলাদেশ প্রেসক্লাবের ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা শাখার সাংবাদিকরা জরো হতে থেকেন প্যারাডাইস পার্কে। তারপর শুরু হয় মুল আয়োজন। আয়োজনটি দু’টি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্ব শুরু হয়

সাড়ে ১১ টায়। পার্কের অভ্যন্তরে J-2 প্যাভিলনে পবিত্র কোরআন তেলোয়াতের

পর সভাপতি কাউসার রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় ক্লাবের দায়িত্ববানদের পারস্পারিক পরিচিতি সভা। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার সভাপতি কাউসার রহমান। সেসময়ে ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মামুন মিঞার সঞ্চলনায় পরিচিতি অনুষ্ঠানটি হয়ে উঠে প্রানবন্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল শওকত আলী, ঐতিহ্য বাহী ফরিপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন এবং ডিবিসি টেলিভিশন এর ফরিদপুর প্রতিনিধি মাহাবুবুল ইসলাম পিকুল, বাংলাদেশ প্রেসক্লাবের ফরিদপুর  জেলা শাখার উপদেষ্টা ওহিদুর রহমান, দৈনিক নাগরিক দাবী পত্রিকার সম্পাদক ও ফরিদপুর মডেল প্রেসক্লাবের সভাপতি 

হায়দার খান সহ অনেকে। বেলা ১ টায় জোহর নামাজ ও দুপুরের খাবারের জন্য ১ ঘন্টার বিরতি দিয়ে শেষ হয় প্রথম পর্ব।

দ্বিতীয় পর্ব শুরু হয় দুপুর ২ টায়। ক্লাবের

সাংগঠনিক সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব এর বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি ও দৈনিক সময়ের প্রত্যাসা’র সম্পাদক লিটু সিকদার, ভাংগা উপজেলা শাখার সভাপতি ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক মাসুম অর রশিদ, সদরপুর উপজেলা শাখার সভাপতি ও দৈনিক মানবজমিন এবং সোনালী টেলিভিশনের সাংবাদিক শিমুল তালুকদার, সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার সদরপুর প্রতিনিধি মোঃ শেখ সোবাহান, 

নগরকান্দা উপজেলা শাখার সভাপতি 

মিজানুর রহমান মিজান, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম মোল্যা, সাধারণ সম্পাদক আল ইভান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক ফরিদ খাঁন বলেন, দেশব্যাপী বাংলাদেশ প্রেসক্লাবের সাতশত

কমিটি “জনস্বার্থে সাংবাদিকতা এবং  সাংবাদিকতার নিরাপত্তায় জাগো ” এই শ্লোগান নিয়ে দেশব্যাপী বিভাগীয় সম্মেলনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে। আগামীতে ঢাকায় মহা সম্মেলন বাস্তবায়োন করার জন্য সকল সদস্যদের প্রতি উদাত্ত আহবান জানান। 

সবশেষে অনুষ্ঠিত হয় সকল সদস্যদের জন্য র‍্যাফেল ড্র। ব্যপক হৈ হুল্লোর আর আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সদরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সেখ সোবাহানের সঞ্চালনায় র‍্যফেল ড্র অনুষ্টানটি আনন্দঘন মুহুর্তে পরিনত হয়।

র‍্যাফেল ড্রতে সেরা ভাগ্যবান হিসেবে নির্বাচিত হয়ে পুরস্কার লাভ করেন বাংলাদেশ প্রেসক্লাবের সদরপুর  উপজেলা শাখার যুগ্ন সম্পাদক রাজিব হুসাইন। সাংবাদিকদের নিরাপত্তার দাবীতে আগামীতে বাংলাদেশ প্রেসক্লাবের সকল সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে সভাপতির  সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park