1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
পটুয়াখালীর কলাগাছিয়া জমি নিয়ে পূর্ব শত্রুতার প্রতিশোধ নিতে হামলায় আহত ২! - দৈনিক দেশেরকথা
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম শাপলা চত্বরে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা- ইমরানসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এমবিবিএস-বিডিএস ডিগ্রিধারী ছাড়া নামের আগে কেউ ‘ডাক্তার’ লিখতে পারবে না: হাইকোর্ট কারাতে প্রতিযোগিতায় রাজশাহী শিক্ষা বোর্ডের পদক অর্জন  ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২৮০৫ টাকা ।  সাগর-রুনি হত্যা মামলায় ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদ করবে টাস্কফোর্স গণঅভ্যুত্থানে বিজয়ী শক্তি বর্তমানে দেশ চালাচ্ছে: তথ্য উপদেষ্টা ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের ওপর হামলা: ডিএমপি বেনাপোল সীমান্তে সড়ক দূর্ঘটনা বিজিবি সদস্য নিহত, ১ আহত ১ শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চ শনিবার 

পটুয়াখালীর কলাগাছিয়া জমি নিয়ে পূর্ব শত্রুতার প্রতিশোধ নিতে হামলায় আহত ২!

মো :জহিরুল ইসলাম চয়ন
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

 37 বার পঠিত

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর জেলার গলাচিপা থানাধীন কলাগাছিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে জমি নিয়ে পূর্ব শত্রুতার প্রতিশোধ নিতে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৮ জন আহত হয়েছেন। যার মধ্যে গুরুতর আহত ২ জন সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এমনটাই অভিযোগ পাওয়া গেছে।

এদিকে গুরুতর আহত সোহেল খান ও হেলাল খানকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করাহয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেন বলে জানা যায়।

ঘটনা সুত্রে,জানাগেছে গত ১৮ ফেব্রুয়ারি কলাগাছিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড কুমারখালী গ্রামের ভুমিদস্যু হাসান সিকদারের নেতৃত্বে জামাল সিকদার,নাজমুল সিকদার,জহির সিকদার, আব্দুল মালেক সিকদার, আব্দুল খালেক সিকদার ও নসু মোল্লা পূর্ব পরিকল্পিত ভাবে দেশিও দা,ছেনা,  রামদা ও রডসহ মারাত্মক প্রাননাশক অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় ঘটনাস্থলে জমি মালিক মোঃ সোহেল খান, হেলাল খান,এরশাদুল ঢালী,রাব্বি খান,গনী ঢালী,ইলিয়াস ঢালী,মোঃ সোহাগ ও রাসেদুলকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। 

আহতরা বলেন, ভুমিদস্যুরা দির্ঘদিন ধরে তাদের ভোগ দখলীয় তফসিল বর্নিত জে,এল,নং ২৯ মৌজা কলাগাছিয়া এসএ খতিয়ান ৫৯৯ যার হালদাগ নাম্বার ৩২৫২,৩৪২৯,৩৪৩৫ বিরোধীয় দাগ ৩৪৩৫ দাগে এক একর ১৮ শতাংশ জমি জবরদখল করে আসছে। এরই প্রতিবাদ করতে গেলে ঘটনার দিন উল্লেখিত ব্যক্তিরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের উপর অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া হামলা চালায়।

উক্ত ঘটনার বরাত দিয়ে আহত সোহেল খান বলেন, ভূমিদস্যুরা হামলা করার পর তাদের বিরুদ্ধে গলাচিপা থানায় অভিযোগ করতে গেলে থানাপুলিশ কোন সহযোগিতা না করার অভিযোগ উঠেছে। যার ফলে গত ২৩ ফেব্রুয়ারি বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  আদালত গলাচিপা পটুয়াখালীতে একটি সিআর মামলা দায়ের করেন যার মামলা নং ১১০/২৫ ইং।

এবিষয় গলাচিপা থানার কলাগাছিয়া ফাড়িঁ ইনচার্জ,মো জিলোন বলেন,উভয় পক্ষের অভিযোগ নেয়া হয়েছে। ঘটনার দিন দুপক্ষেই আহত হয়েছে। তাদের দুপক্ষকেই থানায় ডাকা হয়েছিল এক পক্ষ আসেনী তাই সমাধান করা সম্ভব হয়নি।আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এ ঘটনায় এখন পর্যন্ত ১ জনকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে বলে জানান, কলাগাছিয়া ফাড়ির চৌকস পুলিশ অফিসার এস,আই মো,রুবেল।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park